• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯

সারা দেশ

প্রসবকালীন ব্যয় মিটাতে সঞ্চয়ের জন্য গর্ভবতী মায়েদের মাঝে ব্যাংক বিতরণ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ জুলাই ২০২৩

আবুল কাশেম জামালপুর প্রতিনিধি:
প্রসবকালী ব্যয়ভার বহন করতে পরিবারের সঙ্গতি সৃষ্টির লক্ষে জামালপুরে গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে কর্মএলাকায় গর্ভবতী মায়েদের মাঝে মাটির ব্যাংক এবং অনাগত ও বর্তমান শিশুদের ভবিষ্যতের জন্য গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার জামালপুর সদর উপজেলার লক্ষিরচর ইউনিয়নের ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মাটির ব্যাংক ও গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রাম উন্নয়ন কমিটি (ভিডিসি) এর সভাপতি আমিনুল ইসলাম। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভিডিসির সহসভাপতি আঞ্জুমান আরা, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, কোষাধ্যক্ষ জিয়াউল হক প্রমুখ। মূখ্য আলোচক হিসেব দায়িত্ব পালন করেন উন্নয়ন সংঘ(ইউএস) এর জামালপুর এরিয়া প্রোগ্রামের সিডিও সমীর কুমার পান্ডে।
জানা যায় ব্যতিক্রম ও অভিনব এ উদ্যোগের ফলে এলাকাবাসীর মধ্যে ভিডিসি, উন্নয়ন সংঘ (ইউএস)এবং ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের বিভিন্ন কার্যক্রমের ওপর এলাকাবাসী আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পেয়েছে।
ভিডিসি সভাপতি আমিনুল ইসলাম বলেন জামালপুর এরিয়া প্রোগ্রাম এখানে কাজ করার সময় নানাজনে নানা কথা বলেছে। অপপ্রচার করা হয়েছে। দিন যতই যাচ্ছে এপির প্রতি মানুষের ভালোবাসা বেড়ে যাচ্ছে।
সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বলেন এপির মাধ্যমে ও পরামর্শে এবং ভিডিসির সরাসরি তত্ত্বাবধানে সদস্যদের বাড়ির আঙ্গিনায় শাক, সবজি চাষ, স্যানিটেশন অভ্যেস, শিশুদের স্কুলমূখীকরণ, বাল্যবিয়ে প্রতিরোধ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়সহ সামাজিক বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা হয়ে আসছে।
সহসভাপতি আঞ্জুমান আরা বলেন এলাকার হত দরিদ্র পরিবারগুলোর মাঝে এপি বিনামূল্যে প্রতি পরিবারে ৩টি করে ছাগী বিতরণ করেছে। এখন প্রতি পরিবারে ৫/৭টি করে ছাগল জন্ম নিয়েছে। শিশুদের ছাগলের দুধ পান করানোর ফলে পুষ্টিরও উন্নতি হয়েছে। এছাড়া বিনামূল্যে শাক,সবজির বীজ, ফল, কাঠ গাছের চারা বিতরণ, কম্বল বিতরণ, করোনাকালিন বিভিন্ন স্বাস্থ্য উপকরণও বিতরণ করা হয়েছে। প্রতিটি সদস্য এখন সঞ্চয় করছে। নিয়মিত দলের সভায় অংশগ্রহণ করছে। কিশোর, কিশোরীদের নিয়েও দল গঠন করা হয়েছে। স্কুলের মাঠে সবজি বাগান করা হয়েছে।
মাটির ব্যাংক ও গাছের চারা পেয়ে মায়েরা সন্তুষ্টি প্রকাশ করেন।
জানা যায় এপির উদ্যোগে লক্ষির চর, শরিফপুর ও জামালপুর পৌরসভা এলাকায় পরীক্ষামূলকভাবে একটি করে গ্রাম বাল্যবিয়েমুক্ত, একটি করে পরিবেশসম্মত গ্রাম গড়ে তোলা হবে।
উল্লেখ হংকং সরকারের অর্থায়নে জামালপুরে ওয়ার্ল্ড ভিশনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ ১০ বছর মেয়াদী জামালপুর এরিয়া প্রোগ্রাম বাস্তবায়ন করছে ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads